ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

ঘর ভাঙলো ইমরান এইচ সরকারের   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:১৯, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ঘর ভাঙলো গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।  

সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রীদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।  

জানা যায়, সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় একাধিক মন্ত্রী অভিযোগ করেন যে, কোটা সংস্কারের আন্দোলনের প্রধান ইন্ধনদাতা ইমরান এইচ সরকার। এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উস্কানিদাতাদের অবশ্যই শাস্তি দিতে হবে, সে যে-ই হোক না কেন। ইমরান আর আমার মেয়ের স্বামী নন। তিন মাস আগেই পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়েছে।

এ বিষয়ে ইমরান এইচ সরকার কোনো মন্তব্য না করে শুধু বলেন, আপনারা ইতোমধ্যে বিষয়টি জেনেছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে মন্ত্রীকন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান এইচ সরকার। গণজাগরণ মঞ্চে নেতৃত্ব দেওয়ায় ওই সময় আলোচনায় ওঠে আসেন ইমরান এইচ সরকার।

এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি